ফিচাররাজ্য

৩৫ সপ্তাহে গর্ভপাতের সম্মতি, নজিরবিহীন রায় আদালতের

এনএফবি, কলকাতাঃ

নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের। ৩৫ সপ্তাহের সন্তান সম্ভবামহিলাকে গর্ভপাতের অনুমতি দিল আদালত। বর্তমান আইনে ২৪ সপ্তাহের পর গর্ভপাত বেআইনি।

গত সপ্তাহে হাইকোর্টে মামলা করেন উত্তর কলকাতার এক দম্পতি। বিবাহের পর থেকে শারীরিক সমস্যার কারণে তাঁদের সন্তান হয়নি। শেষ পর্যন্ত গর্ভবতী হন মহিলা, কিন্তু গর্ভধারনের পর ফের সমস্যার সূত্রপাত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দম্পতি জানতে পারেন এই অবস্থায় মহিলা সন্তান প্রসব করলে সমস্যা আরও বাড়তে পারে। একইসঙ্গে সদ্যোজাতও কোনও দিন সুস্থ হতে পারবে না। এরপরেই গর্ভপাতের সিদ্ধান্ত নিয়ে আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি।

দম্পতির আবেদনের ভিত্তিতে এসএসকেএমের ন’জন চিকিৎসকের একটি দল গঠন করেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁদের পরামর্শ নেন বিচারপতি। চিকিৎসকদের সেই কমিটির পরামর্শ মেনে বৃহস্পতিবার এই নজিরবিহীন রায় দেয় উচ্চআদালত।

আরও পড়ুনঃ রাজভবনে আলোচনার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ধনখড়ের