বিতর্কিত মন্তব্য কবীর সুমনের, প্রতিক্রিয়ায় ডিলিট পোস্ট?

এনএফবি, কলকাতাঃ

হাঁসখালি নাবালিকার মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। নারী নিরাপত্তা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব বিরোধীরা। সোমবার বিশ্ববাংলা প্রাঙ্গনের উদ্বোধনী অনুষ্ঠানে হাঁসখালি ধর্ষণ-কাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী বলেন, “আপনি রেপ বলবেন, নাকি প্রেগনেন্ট বলবেন, না কি লাভ অ্যাফায়ার বলবেন… না কি শরীরটা খারাপ ছিল, নাকি কেউ ধরে মেরেছে? পুলিশকে বলেছি গোটা বিষয়টা জানাতে। শুনেছি, ছেলেটির নাকি মেয়েটির সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল। ইজ ইট আ ফ্যাক্ট?…”। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ জনিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন সৃজিত, কমলেশ্বর, ঋদ্ধিরা। সেই ঘটনার প্রেক্ষিতেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন কবীর সুমন।
বুধবার ফেসবুকে সুমন লিখেছেন, “শুরু হয়ে গেছে ফোনে নপুংসকদের আক্রমণ “রাজ্যজুড়ে ধর্ষণের” বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।”

ফেসবুক পোস্টের স্ক্রিনশট


খ্যাতনামা গীতিকারের এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা। গায়কের সংবেদনশীলতা নিয়েও উঠছে প্রশ্ন। খবরের প্রকাশের আগে সুমনের ফেসবুক প্ল্যাটফর্ম থেকে উধাও মূল পোস্টটি। কিন্তু ইতিমধ্যেই সেই পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। মন্তব্যের প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে বলে অনুমান।

প্রসঙ্গত, হাঁসখালি কাণ্ডের তদন্তের ভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।