“অপরাধীদের সঙ্গে শাসক দলের যোগ রয়েছে” আর জি কর কাণ্ডে বিস্ফোরক অধীর

এনএফবি, বহরমপুরঃ

বাংলার চিকিৎসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়—এমনই অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সোমবার বহরমপুরে একটি সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী আরজি কর কাণ্ড নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেন।

অধীর চৌধুরী বলেন, “চিকিৎসকদের সঙ্গে আলোচনা না করে, তাদের অপরাধী প্রমাণ করার চেষ্টা চলছে। শাসক দলের নেতাদের সঙ্গে অপরাধীদের যোগ রয়েছে, না হলে এতবড় ঘটনা ঘটতো না। তৃণমূলের নেতারা জড়িত বলেই পুলিশ এখন বিষয়টি ধামাচাপা দিতে চাইছে।” বহরমপুরের প্রাক্তন সাংসদ আরও অভিযোগ করেন, “রাত দখল প্রতিবাদ কর্মসূচিতে জনগণ এবার তাদের প্রতিরোধ করবে। বাংলাদেশে যেভাবে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে গুলি খেতে হয়েছে, বাংলাতেও সেই পরিস্থিতি তৈরি হয়েছে।”

অধীর চৌধুরী আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী মনোভাব এবং অত্যাচারী চেহারা এবার প্রকাশ্যে আসছে। যারা ডাক্তারদের ডেকে পাঠাচ্ছেন, তাদের বাংলার মানুষ স্যালুট জানায়। কিন্তু এইভাবে একটা আন্দোলনকে দমানো যাবে না।”

উল্লেখ্য, এর আগেও অধীর চৌধুরী একাধিকবার আরজি কর কাণ্ডের সঙ্গে তৃণমূলের যোগসাজশের অভিযোগ তুলেছিলেন, এবং বুধবারও তিনি একই অভিযোগ পুনরাবৃত্তি করেন। তাঁর মন্তব্যে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

YouTube player