স্থানীয়

পর্যটকদের উপচে পড়া ভিড় হাজারদুয়ারিতে

এনএফবি, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের লালবাগ শহরের ঐতিহাসিক হাজারদুয়ারি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আছে এবং প্রতি বছর প্রায় লক্ষাধিক পর্যটক আসেন হাজারদুয়ারি ভ্রমণ করতে, তবে দু’বছর করোনা ভাইরাসের কারণে সরকারি নিয়মে বন্ধ রাখা হয়েছিল। তবে এবার টিকিট কেটে দেখার সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। তবে আজ বড়দিনের সকাল থেকেই হাজারদুয়ারিতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল। সেই সঙ্গে ইমামবাড়া, মতিঝিল পার্ক ও নবাব নগরীর দর্শনীয় স্থান দেখতে দূর-দূরান্ত থেকে এসেছেন পর্যটকেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপচে পড়ছে ভিড় হাজারদুয়ারীর সামনে। সেইসঙ্গে যারা ব্যবসা করছেন তারাও খুশি বহুদিন পরে লালবাগ শহরে এইরকম পর্যটকদের আসতে দেখে। দোকানে ভিড় লক্ষ্য করা গেলেও, করোনা বিধি মেনে শারীরিক তাপমাত্রা পরীক্ষা করে তবে হাজারদুয়ারি মিউজিয়ামে প্রবেশ করতে দেয়া হচ্ছে পর্যটকদের। সেই সঙ্গে মাস্কও বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।