জেলা

অশনিরোধে কড়াকড়ি, দিঘা থেকে উদয়পুরে ভিড় পর্যটকদের

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘায় পর্যটকদের প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই বার্তা দেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সমুদ্র উত্তাল হবে তাই সমুদ্রে নামা নিষেধ।

তবে ঝড়ঝঞ্ঝাকে উপেক্ষা করেই বহু পর্যটক এসেছেন সৈকত শহর দিঘায় সমুদ্রকে উপভোগ করতে। দিঘায় এসেও সমুদ্রে নামতে পারেনি পর্যটকেরা, তাই বহু পর্যটক হতাশায় ছিলেন। তবে আইন যেমন আছে তার ফাঁকও রয়েছে অনেক। দিঘা থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে প্রতিবেশী রাজ্য ওডিষার উদয়পুর বিচ। এই ওডিষা রাজ্যে এরাজ্যের মতো কড়া বিধিনিষেধ। সকাল থেকে আবহাওয়া ভালো থাকায় পশ্চিমবঙ্গের বহু পর্যটক সমুদ্র স্নানের মজা নিলেন পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্যের উদয়পুর বিচে।

পর্যটক

এক দিকে যখন এই রাজ্যের পুলিশ প্রশাসন বিপদ রুখতে রীতি মতো সক্রিয় ভূমিকা নিচ্ছেন, ঠিক তখন বিপদের ঝুঁকি নিয়েই সমুদ্র স্নানে ব্যস্ত এরাজ্যের অসংখ্য পর্যটক। এক কথায় বলা যেতে পারে আতঙ্ককে দূরে ঠেলে সমুদ্রের মজা নিতে ব্যস্ত পর্যটকরা।