জেলা

শিলিগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখলেন দার্জিলিংয়ের সাংসদ

এনএফবি, শিলিগুড়িঃ

শিলিগুড়িতে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন। নিউ জলপাইগুড়ি রেলওয়ে ইনস্টিটিউট ময়দানে সভা রয়েছে। তার আগে এদিন সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজু বিস্তা বলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর তিনদিনের সফর ছিল তা দুদিন হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে কলকাতায় পৌঁছাবেন। সেখান থেকে ২৪ পরগণা জেলায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন। সেখানে দলের নেতা কর্মী সমর্থকরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন। এরপর দার্জিলিং মোড়ে আসবেন তেনজিং নোরগের মূর্তিতে মাল্যদান করতে। তারপর নৌকাঘাট পৌঁছে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন। এরপর সোজা নিউ জলপাইগুড়ি রেলওয়ে ইনস্টিটিউট ময়দানে পৌঁছাবেন।

রাজু বিস্তার । নিজস্ব চিত্র

এর পাশাপাশি রাজু বিস্তা আরও বলেন, “আমি বিশেষ করে দাবি রেখে বলতে পারি দার্জিলিং জেলার ছোট থেকে ছোট গ্রামে কোন ঘটনা ঘটে সেটার রিপোর্ট গৃহমন্ত্রালয়ে পৌঁছায়। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই। যে শাসক আছে তার শাসন চলে।”

নিজস্ব চিত্র