স্থানীয়

জলে ডুবে মৃত্যু শ্রমিকের

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

ফরাক্কায় কাজে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো গঙ্গারামপুরের এক শ্রমিকের। ঘটনায় মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার কালিতলা এলাকায়। এদিন বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধও করে গ্রামবাসীরা।

জানা গেছে গঙ্গারামপুর থানার ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাদিঘাট কদমতলা এলাকার বাসিন্দা বৈদ্যনাথ সূত্রধর। তার ছেলে কার্তিক সূত্রধর, পেশার তাগিতে গত কয়েকদিন আগে ফরাক্কায় যায়। শনিবার হোলির দিনে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকাজুড়ে। রবিবার মৃতদেহ এসে পৌঁছায় গঙ্গারামপুরে। এরপর পরিবারের সদস্যরা মৃতদেহ সৎকার করে। এদিকে মৃত ওই পরিবারের পাশে দাঁড়ানোর দাবিতে সোমবার বিক্ষোভে ফেটে পড়ে গ্রামের মানুষজন। এদিন কালিতলায় ৫১২নং জাতীয় সড়ক অবরোধ করার পাশাপাশি ইউনিয়নের সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।