এনএফবি, কলকাতাঃ
প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা রাজদেও গোয়ালা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ভোরে তেঘরিয়ার এক বেসরকারি নার্সিংহোমে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দাপুটে বাম নেতা হিসাবে পরিচিত রাজদেও সিপিএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ছিলেন। তিন বার বেলগাছিয়া পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতা হিসাবে অসংগঠিত শ্রমিকদের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে গিয়েছেন। স্ত্রী পুত্র এবং কন্যাকে রেখে গেলেন তিনি
তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিটুর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন, সভানেত্রী কে হেমলতা-সহ বাম নেতানেত্রীরা। শোক প্রকাশ করেছেন তৃণমূলের চিকিৎসক সাংসদ শান্তনু সেন। মরদেহ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাও জানান তিনি।
১৯২৯ সালের ২৯ নভেম্বর পাইকপাড়া ক্যাম্পবাগানে জন্ম রাজদেও গোয়ালার। তাঁর বাবা মা ছিলেন উত্তর প্রদেশের ফৈজাবাদের। পরে তাঁরা কলকাতায় চলে আসেন।