এনএফবি, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রাম গ্রামপঞ্চায়েতের গুরুটিয়া গ্রামের বছর ২৬ এর শিল্পী ঘোষ নামের এক যুবতী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বৃহস্পতিবার। প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি চাকুরিজীবী পাত্রের খোঁজ চলছিল শিল্পীর বিয়ের জন্য। আর সরকারি চাকরিজীবী পাত্র না মেলায় অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় শিল্পী ঘোষ।
শিল্পীর পরিবারের তরফ থেকে জানাযায়, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবী পাত্র খোঁজা হচ্ছিল শিল্পীর বিয়ের জন্য। কিন্তু সরকারি চাকরিরত পাত্রের খোঁজ পাওয়া যাচ্ছিল না । এমতাবস্থায় বহুবার অনেক পাত্রপক্ষই আসে তাদের পরিবারে তাদের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। তবে সে সব পাত্র সরকারি চাকরিজীবী নয়। যার জন্য শিল্পী বারবার ওই বিয়ের প্রস্তাব নাকচ করে। অবশেষে সরকারি চাকরিজীবী পাত্র না মেলায় বৃহস্পতিবার নিজের বাড়িতে অবসাদগ্রস্থ অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শিল্পী।
পরিবারের সদস্যরা শিল্পী ঘোষকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা শিল্পী ঘোষকে মৃত বলে ঘোষণা করে। শিল্পী ঘোষের মৃত্যু নিশ্চিত হবার পর খড়গ্রাম থানার পুলিশ শিল্পী ঘোষের মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। পরিবারের একমাত্র কন্যা শিল্পীর মৃত্যুতে বাকরুদ্ধ পরিজনেরা।