এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
রেলের সম্প্রসারণের কাজ অতি দ্রুত শেষ করার দাবি তে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের দপ্তরে স্বারক লিপি জমা দেওয়া হল হিলি রেল উন্নয়ন কমিটির পক্ষ থেকে।
জানাযায়,আজ থেকে ১২ বছর আগে রেল দপ্তরের পক্ষ থেকে হিলিবাসীর জমি অধিগ্রহণ করে রেখেছে, ফলে জমিদাতারা তাদের প্রয়োজনে রেলের অধিকৃত জমি না পারছে বিক্রি করতে,না পাচ্ছে রেল দপ্তরের পক্ষ থেকে কোন অর্থ। এই বিষয়ে সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জমি দাতারা ৷
যাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত রেল দপ্তরের থেকে তাদের ন্যায্য টাকা অতি দ্রুত ফিরে পান তার জন্যই জমি দাতারা জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দেন বলে জানা গেছে ।