এনএফবি, কোচবিহারঃ
বকেয়া বেতন ও স্থায়ীকরণ সহ চার দফা দাবিতে জেলা শাসককে ডেপুটেশন দিল সিভিল ডিফেন্স ওয়ার্কার এসোসিয়েশন। বৃহস্পতিবার কোচবিহার জেলার প্রাণকেন্দ্র সাগরদীঘি সংলগ্ন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ানের কাছে ডেপুটেশন দেন ওই সংগঠনের কর্মীরা।
এদিন তারা কোচবিহার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের মাঠ থেকে মিছিল করে কাছারি মোড় হয়ে ডি এম অফিসে আসেন। এদিন ওই মিছিলের নেতৃত্ব দেন কোচবিহার জেলা সিভিল ডিফেন্স ওয়ার্কার এসোসিয়েশনের সভাপতি সজল বর্মণ, মেহেরুল হক সহ অন্যান্য সদস্যরা।
অভিযোগ,করোনাকালে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করে গিয়েছিলাম। কিন্তু সেই কাজের এখনও টাকা পাইনি। আমরা দেখেছি পুলিশ, দমকল, নার্সদের করোনা যোদ্ধা হিসেবে সম্মান দেওয়া হয়েছে । কিন্তু আমরা আমাদের জীবনকে বাজী রেখে করোনার কাজ করে গেলাম আমাদের ওই সংশা পত্র দেওয়া হচ্ছে না। সেই বিষয় নিয়ে আজ আমরা বাধ্য হয়েছি ডিএম অফিসে যেতে।
তাঁদের দাবি, সিভিল ডিফেন্স কর্মীদের স্থায়ীকরণ, মাসে ২৮ দিনের কাজ, বকেয়া বেতন ও কোভিড যোদ্ধা হিসেবে সার্টিফিকেট প্রদান সহ একাধিক দাবিতে আজ জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হল।