তমলুকে পঞ্চায়েত কর্মীদের ডেপুটেশন

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তথা রাজ্য সরকারের তরফে পঞ্চায়েত স্তরের আধিকারিকগণকে বল পূর্বক দিনে ও রাত্রিতে অনৈতিক কাজ করিয়ে বিপদে মুখে ঠেলে দেওয়া এবং বেতনের সুরক্ষা না দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় টিম এলে উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই সব বিষয় নিয়ে পঞ্চায়েতকর্মী যৌথমঞ্চের উদ্যোগে জেলাশাসক দফতরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন দেওয়া হল ৷

এদিন প্রথমে নিমতৌরি থেকে জেলাশাসকের দফতর পর্যন্ত মিছিল করেন বিক্ষোভ কারীরা। বিক্ষোভকারীদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সকল পঞ্চায়েত -বিডিও অফিসের স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে ।