অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ইতিমধ্যে আইপিএল-র টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কিন্তু, তার আগেই নয়া চমক নিয়ে এলেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োয় তাঁকে সুপারহিরো তথা যোদ্ধার ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।
আসলে ‘অথর্ব’ নামের একটি নতুন গ্রাফিক্স নভেল পর্দায় আসতে চলেছে। এই উপন্যাসের নাম ভূমিকায় অভিনয় করছেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার আনুষ্ঠানিকভাবে মোশন পোস্টার রিলিজ করা হয়েছে। ধোনি নিজের ফেসবুক পেজে এই ভিডিয়োটি শেয়ার করেছেন। সেখানে তাঁকে একেবারে রাফ অ্যান্ড টাফ লুকে দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে যেমন ‘অথর্ব’ সম্পর্কে তিনি নিজের ফ্যানেদের অবগত করছেন, তেমনই তার প্রথম সুপারহিরো লুক প্রকাশ্যে নিয়ে এসেছেন। ইতিপূর্বে এই গ্রাফিক্স নভেলের মুখ্য ভূমিকায় নাকি বলিউড সুপারস্টার শাহরুখ খানের অভিনয় করার কথা ছিল। শোনা গিয়েছে, তিনি এই প্রজেক্টের কথা শুনেই এককথায় রাজি হয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে কোনও বিশেষ কারণবশত তাঁকে পিছিয়ে আসতে হয়। এই উপন্যাসটি লিখেছেন রমেশ থামিলমানি।
আরও পড়ুনঃ খোঁচা খাওয়া বাঘের মত ফিরে চেন্নাই ম্যাচ ড্র লাল হলুদের