জেলাফিচার

স্কুল টাইমে মাইক বাজিয়ে ‘দিদির সুরক্ষা কবচ’, বিধায়কের উপস্থিতিতেই কর্মী সমর্থকদের মোচ্ছব

এনএফবি, মুর্শিদাবাদঃ

মাইক বক্স বাজিয়ে- স্কুল টাইমে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। গলায় ফুলের মালা পড়ে হাসি হাসি মুখে উপস্থিত বিধায়ক। স্কুলের মধ্যেই চললো মোচ্ছব। বড়ঞা-২ পঞ্চায়েতের অন্তর্গত ৮৪ নিমা প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘিরে উঠছে বিতর্কের ঝড়। এ দিকে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বক্স বাজিয়ে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ তখন একজন বিধায়কের উপস্থিতিতে কীভাবে স্কুলে এই রকম রাজনৈতিক কর্মসূচি চলে তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গেছে, সোমবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচি উপলক্ষে বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার স্কুল পরিদর্শনে যাওয়ার কথা ছিল। এই কর্মসূচি সকাল ৯টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই কর্মসূচি বর্ধিত আকার ধারণ করে। ১১ টা বেজে গেলেও নাচ গান কর্মী সমর্থকদের পাত পেড়ে খাওয়া সবই চলে কর্মসূচির অঙ্গ হিসাবে।

স্কুল টাইমে এই ধরনের রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।

YouTube player