ফিচাররাজ্য

কঠিন চ্যালেঞ্জের মুখে দিলীপ ঘোষ!

এনএফবি, কলকাতাঃ

আসন বদল হওয়ার সম্ভাবনা। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তার পূর্বতন লোকসভা কেন্দ্র থেকে নয় লড়তে চলছেন তুলনামূলক কঠিন আসন বর্ধমান-দুর্গাপুর থেকে। মেদিনীপুরে থেকে প্রার্থী হতে চলেছেন ভারতী ঘোষ বলেই খবর। বিগত লোকসভায় ভোটে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া তৃণমূলের মমতাজ সঙ্ঘমিত্রালে হারিয়েছিলেন মাত্র ২ হাজার ৪৩৯ ভোটে। তুলনায় তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের মানস ভুঁইয়াকে পরাস্ত করেছিলেন প্রায় ৮৯ হাজার ভোটে। অন্যদিকে ২০১৯ সালে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের দীপক অধিকারী দেবের কাছে ধরাশায়ী হন। তবে এবার অহলুওয়ালিয়াকে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই।

যদিও সরকারি ভাবে বিজেপি এখনও এই খবরে কোনও সিলমোহর দেয়নি৷ তবু যদি প্রচারিত খবর সত্যি হয় তবে একথা বলায় যায় বঙ্গ বিজেপির সফলতম প্রাক্তন সভাপতিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে তাঁর দল।