জলপাইগুড়ির রাস্তায় পানীয় জলের স্রোত, বিপাকে পথচারীরা

এনএফবি,জলপাইগুড়িঃ

জলের অপর নাম জীবন ৷ আর এই জল সংরক্ষণ নিয়ে যখন রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই সময় হাজার হাজার লিটার পানীয় জলের স্রোত বইছে রাস্তায়।

এই জল অপচয়ের ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুর এলাকার বড় পোস্ট অফিস মোড়ে ৷ গত শনিবার থেকেই রাস্তা ফুঁড়ে বেরিয়ে আসছিলো জল, তবে রবিবার ভোর থেকে সেই জল বেরিয়ে আসার পরিমাণ অনেকটাই বেড়ে যায়, আর এতেই সমস্যায় পড়তে হচ্ছে ওই পথ দিয়ে চলাচল কারী পথচারীদের ।