এনএফবি, আলিপুরদুয়ার:
ভুটান-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃহস্পতিবার রাত ৮ টা ১৬ মিনিটে ভূমিকম্প হয়। জানা গেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্র ছিল ৪.৩।ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের থিম্পু থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার।
তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।