স্থানীয়

খাবারের খোঁজে লোকালয়ের চলন্ত বাসে হাতির তাণ্ডব

এনএফবি,ঝাড়গ্রামঃ

ফের খাবারের খোঁজে চলন্ত বাসকে দেখে ধাওয়া করলো দলছুট দাঁতাল হাতি । ঘটনাটি ঘটেছে শনিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়া রেঞ্জের কুলডিহা গ্রাম সংলগ্ন খড়িকামাথানী ধুমসাই রাস্তার উপর ধোবানিসোল মোড়ে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুমসাই থেকে বাসটি প্যাসেঞ্জার নিতে আসছিল বাসে চালক সহ কন্ডাক্টর ও হেল্পার ছিল । সেই সময়ই রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি হাতি বাসটিকে দেখে বাসটির দিকে তেড়ে আসে । হাতিকে ছুটে আসতে দেখে বাসের কন্ডাক্টর এবং হেল্পার বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় । হাতিটি বাসটিকে ধাক্কা মারতে শুরু করে সুযোগ বুঝে কোনক্রমে চালক বাসটিকে নিয়ে পালাতে সক্ষম হয়। ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে নয়াগ্রাম এলাকায়। বেশ কিছুদিন আগে জামবনি ব্লকের চিচিড়া রাস্তায় যাত্রী বোঝাই একটি বাসের উপর খাবারের খোঁজে হামলা চালিয়েছিল একটি দলছুট দাঁতাল হাতি । হাতির ধাক্কায় বাসের কিছুটা ক্ষতি হলেও সেদিন কোনো যাত্রীর ক্ষতি হয়নি। কিন্তু খাবারের খোঁজে প্রায়ই রাজ্য সড়কে হাতি উঠে পড়ায় গাড়ির চালক থেকে যাত্রী সকলেই রাস্তায় নিরাপত্তার অভাব বোধ করছে ।

নিজস্ব চিত্র