ফ্লেক্সের পরিবর্তে দেওয়াল লিখনে জোর বালুরঘাটে

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

শিল্পীদের রুটি-রোজগারের কথা মাথায় রেখে পুর নির্বাচনে বালুরঘাটে তৃণমূলের প্রচারে ফ্লেক্সের পরিবর্তে দেওয়াল লিখনে জোর দেওয়া হল। জানা গিয়েছে গোটা বালুরঘাট পুরএলাকায় তৃণমূল যুব কংগ্রেস পুর নির্বাচনের প্রচারে ২ হাজারেরও বেশি দেওয়াল লিখনের পরিকল্পনা গ্রহণ করেছে। বালুরঘাটের ১২নং ওয়ার্ডে ইতিমধ্যেই দেওয়াল লিখনের সংখ্যা ২০ পেরিয়ে গেছে। বালুরঘাট শহর ১২ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি সৌভিক মন্ডল বলেন, দেওয়াল লিখন আদি প্রচার। তিনি জানিয়েছেন, তাদের ১২নং ওয়ার্ডের ২টি বুথে ৫০ টিরও বেশি দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারে তারা উদ্যত হয়েছেন।

আরও পড়ুনঃ বালুরঘাটে বিদ্যুৎ পরিষেবা মেলা


দেওয়াল লিখন শিল্পী উৎপল চন্দ জানিয়েছেন তৃণমূল শিবিরের প্রচারের দেওয়াল লিখনের কাজের বরাত তিনি পেয়েছেন। একইভাবে তিনি বলেন, ফ্লেক্সের বাড়বাড়ন্তে দেওয়াল লিখন শিল্পীদের অনেকেরই আর্থিক অবস্থা একে খারাপ ছিল তার উপরে লকডাউনে তারা ভীষনভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তিনি বলেন, “আমাদের মত শিল্পীদের রুটি রোজগারের কথা ভেবে তৃণমূল শিবিরের পক্ষ থেকে দেওয়াল লিখনকে বার্তি প্রাধান্য দেওয়ায় আমরা শিল্পীরা খুশি৷” বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মন্ডল বলেন, বালুরঘাট শহরের প্রতিটি ওয়ার্ডের তৃণমূল যুব কর্মীরা দেওয়াল চুনকাম করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তিনিও জানিয়েছেন তারা ফ্লেক্স মাধ্যমে প্রচারের তুলনায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারে জোর দিয়েছেন। কারণ হিসাবে তিনি বলেন “দেওয়াল লিখনের সঙ্গে যুক্ত শিল্পীরা নির্বাচনের সময়ে বাড়তি রোজগারের আশায় বুক বেঁধে থাকে। সেই কারণে আমরা বেশি করে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার করলে শিল্পীদেরও রোজগার হবে।”

আরও পড়ুনঃ চুইঝাল উৎপাদনে নয়া উদ্যোগ দক্ষিণ দিনাজপুরে