স্থানীয়

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, তালাবন্দি বিডিও

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

কোলাঘাট ব্লকের দেরিয়াচক গ্রাম পঞ্চায়েত হিরাপুর গ্রামে সোয়াদীঘি খালের উপরে কাঠের সেতু প্রায় কয়েক বৎসর ধরে ভগ্নপ্রায়। প্রায় প্রতিদিন ছোটো বড়ো দূর্ঘটনা লেগেই থাকে। এই কাঠের সেতুর উপর দিয়ে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষের ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াত। এছাড়াও বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত। কিন্তু বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। কিন্তু ফল কিছুই হয়না।

তাই আজ প্রায় সকাল দশটা থেকে গ্রামের মানুষ রাস্তা বাঁশ দিয়ে ঘিরে আগুণ জ্বালিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলেই কোলাঘাট থানার পুলিশ ও কোলাঘাট ব্লকের বিডিও পৌঁছে অবরোধ তুলে দেন।ঘটনাস্থলে,কোলাঘাটের বিডিও তাপস হাজরা ও কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি পৌঁছালে তাদের দেড়িয়াচক গ্ৰাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন স্থানীয়রা। দীর্ঘক্ষণ তালাবন্দি থাকার পর স্থায়ী সেতুর প্রতিশ্রুতি দিলে স্থানীয়রা তালা খুলে দেন।