স্থানীয়

ক্ষেতে ফলেছে রঙিন ফুল কপি, খুশি কৃষক

এনএফবি, আলিপুরদুয়ারঃ

রঙিন ফুলকপি ফলিয়ে খুশি হ‍্যামিল্টনগঞ্জ এলাকার কৃষক ঘনশ‍্যাম ছেত্রী। কালচিনি ব্লকে এই প্রথম রঙিন ফুলকপির চাষ হল।পরীক্ষামূলকভাবে নিজের বাড়ির আধ বিঘা জমিতে রঙিন ফুলকপির বীজ রোপন করেছিলেন। দু’মাসেই ফসল ফলেছে। যা দেখে খুশি ঘনশ‍্যাম ছেত্রী। এখনও ওই ফুলকপি তিনি বাজারে বিক্রি করেননি। স্থানীয়রা রঙিন ফুলকপি দেখতে হাজির হচ্ছেন তার বাড়িতে।

কৃষক ঘনশ‍্যাম ক্ষেতের ফসল প্রতিবেশীদের উপহার হিসাবেও দিচ্ছেন। তার জমিতে গেলেই দেখা মিলবে বেগুনি, হলুদ ফুলকপির।

ঘনশ‍্যাম বাবু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফালাকাটা থেকে রঙিন ফুলকপির বীজ এনেছিলেন তিনি। কোনও রাসায়নিক সার তিনি প্রয়োগ করেননি চাষে। গোবর সার দিয়ে হয়েছে চাষ। পরের বছর থেকে রঙিন ফুলকপি চাষ করে তা বাজারে বিক্রির জন‍্য তিনি পাঠাবেন।