এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
ফের নিম্নচাপের আশঙ্কা রাজ্যের একাধিক জেলায়, ইতিমধ্যেই সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে ৷
সোমবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘাতে প্রশাসনের তরফে মাইকিং চলছে ৷ যেখানে সমুদ্র সৈকতে আগত পর্যটকদের কোমর জলের বেশি সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে। যত্রতত্র সমুদ্রে স্নান করা যাবে না, নির্দিষ্ট প্রশাসনের ঠিক করা জায়গায় স্নানে নামতে হবে। তবে এই দিন সকাল থেকে দিঘাতে দফায় দফায় বৃষ্টি, মেঘলা আকাশ বেশ কিছুটা ঝোড়ো হওয়া বইছে। অন্যদিকে ৫০ থেকে ৬০ হাজার পর্যটক দিঘাতে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷
তবে সমুদ্রের এই অপরূপ চিত্র দূর থেকেই উপভোগ করতে হচ্ছে সমুদ্র সৈকতে আগত পর্যটকদের।