ফিচারস্থানীয়

ফেরিঘাটে ভাড়া বৃদ্ধি, সাংবাদিককে হুমকি

এনএফবি, মুর্শিদাবাদঃ

রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের কুলগাছি বটতলা ফেরিঘাটে বহুদিন থেকেই অবৈধভাবে যাত্রীদের কাছ থেকে অধিক ভাড়া নেওয়ার অভিযোগ উঠছিল। শনিবার সেই ফেরিঘাটে অবৈধভাবে বেশি ভাড়া নেওয়ার খবর সংগ্রহে গেলে, সাংবাদিকদের কাজে বাধা দেওয়া হয়। মুজিবুর রহমান নামের এক ব্যক্তি সাংবাদিককে হুমকিও দেন বলে অভিযোগ।

ঘাট তত্ত্বাবধায়ক শ্রমিক

ভাড়া বেশি নেওয়ার বিষয়ে যাত্রীদের জিজ্ঞেস করা হলে, তারা বলেন, প্রায় পাঁচ -ছয় বছর থেকে অবৈধভাবে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। ভাড়া বেশি নেওয়া হলেও নৌকায় নেই লাইফ জ্যাকেট। জেলা প্রশাসন বারংবার ফেরিঘাট মালিকদের বলে আসছেন নৌকায় পর্যাপ্ত আলো এবং লাইফ জ্যাকেট রাখার কথা। জেলা পরিষদের পক্ষ থেকেও ঘাট মালিকদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেওয়া হয়েছে। তবুও প্রশাসনিক নিয়মের তোয়াক্কা করে না ফেরিঘাট মালিকদের একাংশ। নৌকা পারাপারের ভাড়ার চার্টও নেই ফেরিঘাটে। নিজেদের ইচ্ছে মতন যাত্রীদের কাছ থেকে নৌকা পারাপারের ভাড়া নেই ফেরিঘাট মালিকরা। এক যাত্রী বলেন,”দীর্ঘদিন থেকেই ভাড়া বেশি নিচ্ছে। কখনও প্রতিবাদ করতে গেলে কুরুচিকর ভাষায় কথা বলেন ফেরিঘাট মালিকরা।” সূত্র মারফত খবর, ওই ফেরিঘাটের এক মালিক পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামানের ঘনিষ্ঠ। তাই নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে ফেরিঘাট।

আব্দুস সাত্তার, যাত্রী
লক্ষ্মী দাস, যাত্রী