এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
তৃতীয় পক্ষের অনৈতিক হস্তক্ষেপের কারণেই ভারতীয় ফুটবল সংস্থাকে সাসপেন্ড করা হয়েছে। ফিফার নিয়মাবলি লঙ্ঘন করেছে ভারত, এই অভিযোগেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল। সোমবার রাতেই ফিফার (FIFA) তরফ থেকে সিদ্ধান্তের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। ফের একবার প্রফুল্ল প্যাটেল, কুশল দাসদের নোংরা ক্ষমতা ও দুর্নীতি ভারতীয় ফুটবলকে ঠেলে দিল মৃত্যু মুখে। হয়তো কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে এবং ফিফার বদান্যতায় ভারতীয় ফুটবল থেকে উঠে যাবে নির্বাসনের তকমা। কিন্তু ভারতীয় ফুটবলের গায়ে লেগে থাকবে এই কালো কালির ছিটে।
ফিফার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “এখন এআইএফএফ-এর ক্ষমতায় রয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। এর বদলে যে দিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সে দিন থেকে এই নির্বাসনের শাস্তি উঠে যাবে।” আসলে ফেডারেশনের নির্বাচনে সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া কমিটির হস্তক্ষেপ মোটেও ভালো ভাবে নেয়নি ফিফা। সুপ্রিম কোর্টের তরফে প্রথমেই বলা হয়েছিল যে তাঁরা শুধু মাত্র স্বচ্ছ ও সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি কমটি তৈরীর প্রচেষ্টা করছে। কোর্টের তরফে বারংবার কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্য সংস্থাগুলিকে বলাও হয়েছিল যে নিজেদের মধ্যে সব সমস্যা মিটিয়ে নিয়ে ফিফার সঙ্গে আলোচনায় বসতে। কয়েক মাস আগেই ফেডারেসনের সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের প্রশাসক কমিটি গড়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৮ আগস্ট সেই নির্বাচন হওয়ারও কথা ছিল। তবে স্বয়ংশাসিত ক্রীড়া সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। তাই এই কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল ফিফা।