জাতীয়

অবশেষে আন্দোলনে আপাতত ইতি, সিদ্ধান্ত কৃষকদের

এনএফবি, নিউজ ডেস্কঃ

অবশেষে ঐতিহাসিক কৃষি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন কৃষকরা। সংসদে পাশ হওয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দীর্ঘ পনেরো মাস ধরে এই আন্দোলন চালিয়ে আসছিলেন তাঁরা। আন্দোলনের প্রধান তিনটি দাবি মেনে ইতিমধ্যেই সরকার শীতকালীন অধিবেশনে তিন কৃষি আইন প্রত্যাহার করে নিয়েছে। তবে সংযুক্ত কৃষক মোর্চার নেতারা প্রধান দাবির সাথে আরও ছ’টি দাবি করেছিলেন, তার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত এবং গ্রেফতারির যে দাবি কৃষকরা করেছিলেন সেটি ব্যতীত বাকি গুলি মানতে সরকার সম্মত হওয়ায় আন্দোলনে ইতি টানার সিদ্ধান্ত বলে সংবাদ সূত্রে জানা গেছে। কৃষকদের দাবীর পরিপ্রেক্ষিতে কেন্দ্রের লিখিত চিঠি কৃষক নেতাদের হাতে আজ বৃহস্পতিবার পৌঁছানোর পরই আন্দোলন থেকে আপাতত সরে দাঁড়ানোর কথা ঘোষণা করা হয়, জানা গেছে, আগামী শনিবার সিঙঘু সীমানা থেকে তাঁবু সরিয়ে নেওয়া শুরু করা হবে।