অ্যাশপন্ডের একাধিক অফিসে আগুন, উত্তপ্ত ফরাক্কা

এনএফবি,মুর্শিদাবাদঃ

ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল ৷ ফরাক্কার অ্যাশপন্ডের একাধিক অফিসে আগুন। মুহূর্তেই সেই আগুন লাগিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সমস্যার জেরেই আগুন লাগার ঘটনা বলেই দাবি করেছেন কয়েকজন যুবক।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ফরাক্কার অ্যাশপন্ডে অবৈধভাবে টাকা তোলা নিয়ে ফরাক্কার রাজনীতিতে কার্যত শোরগোল পড়ে যায়। এরই মাঝে নয়া সংযোজন অ্যাশপন্ডে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা। সূত্রের খবর, ২১ শে জুলাই ফরাক্কার অ্যাশপন্ডের অফিসে আগুন লাগানো হয়। আগুন লাগানোর পর কয়েকজন যুবক ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন। সেখানেই কার্যত স্থানীয় তৃণমূল নেতৃত্বকে গালিগালাজ করতে দেখা যাচ্ছে। তাদের ৩০ হাজার টাকা না দেওয়ার জন্যই এই আগুন কান্ড ঘটিয়েছে বলেও দাবি করেছে ওই যুবকরা। পরে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে যুবকদের মধ্যে একজন দাবি করে তাদের সঙ্গে প্রতারণা করছেন সেখানকার তৃণমূল নেতৃত্বের একাংশ। অথচ তারা নিজেরাও তৃণমূলের কর্মী বলে দাবি করেন।