এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
সোমবার শীতের সকালে কাঠের মিলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের ঠাকুরচক এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে হঠাৎই ওই মিলে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারাই খবর দেয় মিলের মালিক সহ নন্দীগ্রাম থানার পুলিশ ও দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে এই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার কাঠ নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট, সার্কিটের ফলে লেগেছে এই আগুন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।