জেলাস্বাস্থ্য

মুর্শিদাবাদ মেডিক্যালে শুরু বুস্টার ডোজ

এনএফবি, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হল আজ থেকে প্রিকোশন ডোজ বা বুস্টার ডোজ নেওয়ার প্রক্রিয়া। সোমবার সকাল ১০ টায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ভ্যাক্সিনেশন সেন্টারে চিকিৎসকদের দিয়েই শুরু হয় তৃতীয় ডোজ বা প্রিকোশন ডোজ দেওয়ার কাজ। এদিন প্রিকোশন ডোজ দেওয়ার পরে কিছুক্ষণের জন্য তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়। এদিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি চিকিৎসক অমিয় কুমার বেড়া সহ অন্যান্য চিকিৎসকদের প্রিকোশন ডোজ দেওয়া হয়। ডাঃ অমিয় কুমার বেরা জানিয়েছেন, “প্রথম সারির যোদ্ধা বা ষাটোর্ধ্ব ব্যক্তিদের ৯ মাস বা ৩৯ সপ্তাহ পরে এই ডোজ নেওয়া যাবে। ধাপে ধাপে সকলকেই এই ডোজ দেওয়া হবে।”

ডাঃ অমিয় কুমার বেরা, এমএসভিপি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল।