নারায়ণগড়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পুলিশ শনিবার রাতে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির নাম গোপাল নায়েক, বাড়ি নারায়ণগড় থানার চণ্ডীপুর এলাকায়।

জানা যায়, শনিবার রাতে পেট্রোলিং করার সময় নারায়ণগড় থানার ৬০ নম্বর জাতীয় সড়কের কুচলী ব্রিজের কাছে দু জন সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করেন নারায়ণগড় থানার পেট্রোলিং এর দায়িত্বে থাকা অফিসার। ঐ অফিসাররা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে একজন বাইক নিয়ে পালিয়ে যায় কিন্তু অপর একজন ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে একটি পলিথিনে মোড়া কিছু জিনিস দেখতে পাওয়া যায়। সেই পলিব্যাগে মোড়া ছিল একটি আগ্নেয়াস্ত্র। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।সেইসঙ্গে অপর একজন পলাতক ব্যক্তিরও খোঁজ চালাচ্ছে নারায়ণগড় থানার পুলিশ।

তবে কী কারণে এই দুজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল তা এখনো স্পষ্ট নয়।সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার ধৃত ব্যক্তিকে মেদিনীপুর আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর ।