এনএফবি,জলপাইগুড়িঃ
মরসুমের প্রথম বড় আকৃতির কাঁচাআম এলো জলপাইগুড়ির স্টেশন বাজারে । যা কিনতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল ক্রেতাদের মধ্যে ৷পাকা আম আসতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে আম প্রেমী মানুষদের ৷ কিন্তু পাকা আম আসার আগেই জলপাইগুড়ির বাজারে বেশ বড় আকৃতির সবুজ রঙের কাঁচাআমের সমাহার দেখা যাচ্ছে ৷ মূলত কলকাতার আশেপাশের জায়গা থেকে এই আমগুলো বাজারে এসেছে।যার দাম একশো থেকে একশো চল্লিশ টাকা কেজি। কাঁচা আম পেয়ে খুবই খুশি হয়েছেন ক্রেতারা । মরসুমের প্রথম আম দেখতেও ভিড় জমে যায় এই বাজারে।