এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
একে মহামারি করোনার থাবা তারই মাঝে ওমিক্রনের আতঙ্ক ৷ দীর্ঘ ২ বছর ধরে গ্রাস করেছে সারাদেশকে ৷ এই পরিস্থিতিতে কার্যত দিশেহারা পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ফুল চাষিরা ৷ জানা গিয়েছে ব্লকের অধিকাংশ মানুষ ফুল চাষের উপর নির্ভরশীল, ফুল চাষ করেই তাদের রুজি রোজগার ৷ তবে দীর্ঘ বছর দুয়েক ধরে করোনার পরিস্থিতির কারণে কার্যত দিশেহারা ফুল চাষিরা ৷ তারই মাঝে অতি ভারি বৃষ্টিপাতের ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছে এইসব চাষি দের ৷ তবে দীর্ঘ প্রতীক্ষার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বাজার হাট ৷ ধীরে ধীরে ছন্দে ফিরছে স্বাভাবিক জীবন যাত্রা ৷ এরই মাঝে রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে ওরফে প্রেম দিবস ৷
দীর্ঘ দুই বছর ধরে করোনা পরিস্থিতির কারণে সেরকম বিক্রি হয়নি গোলাপ ফুল ৷ তবে এই বছর ভালো বিক্রির আশা করছে এলাকার গোলাপ চাষিরা ৷ এই সম্পর্কে স্থানীয় মহিলা ফুল চাষি চম্পা জানা জানান, বহু বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে পরিস্থিতি, তবে বিক্রি-বাট্টা যে কেমন হবে তা নিয়ে চিন্তিত রয়েছি আমরা ৷ একদিকে সারের দাম ঊর্ধ্বমুখী, জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া, এই ফুল চাষ করেই আমাদের জীবন যাত্রা ৷ সব মিলিয়ে ভ্যালেন্টাইন্স ডে তে ভালো বিক্রির আশা রাখছে এলাকার গোলাপ চাষিরা।
আরও পড়ুনঃ গ্রুপের লাস্ট বয় নর্থ ইস্টকে হারিয়ে প্রথম দুইয়ে বাগান