অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
আজকে কৃষ্ণনগরে অকাল প্রয়াত ফুটবল খেলোয়াড় দেবজ্যোতি ঘোষের স্মরণে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলাটি হয় ইন্ডিয়া ষ্টার একাদশ বনাম নদীয়া ষ্টার একাদশের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সহ সচিব রূপক সাহা, ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য দেবব্রত সরকার, মৃণালিনী সিং সহ ক্লাবের আরও অনেকে। উদীয়মান ফুটবলার দেবজ্যোতি ঘোষ অকাল প্রয়াণের কিছুদিন পূর্বে ইস্টবেঙ্গল ক্লাবে সই করেছিলেন। তাঁর প্রয়াণের পর ক্লাব কর্তৃপক্ষ দেবজ্যোতির পরিবারকে কথা দিয়েছিলেন তাঁর পারিশ্রমিকের পুরোটাই পরিবারের হাতে তুলে দেবেন। সেই মতো আজকে এই মহতী অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ তাঁর পরিবারের হাতে সেই অর্থ তুলে দিলেন। সাথে সাথে তুলে দিলেন ক্লাবের শতবর্ষের বিশেষ স্মারক, শতবর্ষের বই। ক্লাবের তরফ থেকে দেবব্রত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতে প্রয়াত দেবজ্যোতি ঘোষের ভাইয়ের পাশে ইস্টবেঙ্গল ক্লাব থাকবে।
প্রদর্শনী খেলা দেখতে মাঠে প্রায় দশ হাজারের উপর সমর্থক উপস্থিত ছিল। খেলায় ইন্ডিয়া ষ্টার একাদশ ২-০ গোলে বিজয়ী হয়। তাদের হয়ে আজ মাঠে নেমেছিলেনঃ
প্রণয় হালদার, মেহতাব, নবি, প্রবীর দাস, প্রীতম কোটাল, শুভাশিস বোস, দেবজিৎ মজুমদার, কিয়ান নাসিরী, সৌভিক চক্রবর্তী, রফিক, শুভাশিস রায় চৌধুরী, অসীম বিশ্বাস, শেখ সাহিল, ঋত্বিক দাস, নারায়ণ দাস, দীপঙ্কর রায়, দেবব্রত রায়, সার্থক গলুই, দেবজিৎ ঘোষ।