অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
খারাপ খবর বাংলা ফুটবলে প্রয়াত তুলসীদাস বলরাম। আগেই পিকে, চুনী বলরামের মধ্যে পিকে চুনী প্রয়াত হন এবার বলরাম। ত্রয়ীর তিন জনেই প্রয়াত। মৃত্যুকালে এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৭ বছর। বৃহস্পতিবার দুপুর ২.০৫ মিনিটে মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘ দিন ধরেই রোগে ভুগছিলেন। শয্যাশায়ী ছিলেন। শেষের দিকে কিছু আর মনে করতেও পারতেন না।
১৯৫৬ সালে ভারতে যে দল অলিম্পিকে ফুটবল খেলেছিল, সেই দলের শেষ জীবিত সদস্য ছিলেন বলরাম। পি কে এবং চুনীর সঙ্গে একসঙ্গে উচ্চারণ করা হত তাঁর নাম। ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হত তাঁকে। পি কে এবং চুনীর সঙ্গে জুটি বেঁধে বহু গোল করেছেন এবং করিয়েছেন। দুই কাছের বন্ধুকে শেষ কয়েক বছরে হারিয়ে ভেঙে পড়েছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল ‘পি কে-চুনী-বলরাম’ ত্রয়ী যুগেরও অবসান হল।
কিছুদিন আগে নিজের আত্মজীবনী প্রকাশে তিনি ক্ষোভ প্রকাশ করেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি। বলেন, তার মৃত দেহ যেন ইস্টবেঙ্গল ক্লাবে না ঢোকে।
1 thought on “প্রয়াত ফুটবলার তুলসীদাস বলরাম”
Comments are closed.