এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
খারাপ খবর ফুটবল দুনিয়ায় প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার লুইস সুয়ারেজ। বয়সজনিত কারণে ৮৮ বছরে চলে গেলেন সুয়ারেজ। এফসি বার্সেলোনা, ইন্টার মিলান, সাম্পাদোরিয়া-সহ একাধিক ক্লাবে খেলেছেন। তাঁকে স্প্যানিশ ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করা হয়। ফুটবল জগতে ‘দ্য আর্কিটেক্ট’ নামে পরিচিত ছিলেন সুয়ারেজ। ১৯৬০ সালে ব্যালন ডি’অর পুরস্কারে ভূষিত হন। ১৯৬৪ সালে স্পেনের জাতীয় দলের হয়ে জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।
স্পেনের হয়ে ফেরেঙ্ক পুসকাস, অ্যালফ্রেডো ডি স্টেফানোর মতো কিংবদন্তিদের পিছনে ফেলে ফুটবলের সর্বোচ্চ সম্মান পান। ১৯৫৫ থেকে ১৯৬১ সাল পর্যন্ত বার্সেলোনায় হয়ে খেলেছেন তিনি। বার্সেলোনার হয়ে খেলেছেন ২৫৩টি ম্যাচ। রয়েছে ১৪১টি গোল। ১৯৫৮-৫৯ এবং ১৯৫৯-৬০ মরসুমে দুটি লা লিগা খেতাব জিতেছেন। বার্সেলোনায় থাকাকালীন ২টি স্প্যানিশ ও জোড়া ফেয়ার কাপ জিতেছেন। ১৯৬০ সালে ইন্টারে যোগ দেন। এছাড়া ইন্টারের হয়ে কোচিং করান।