অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
শেষ হল একটা যুগের। পি কে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর পরে ফের এক তারকার পতন দেখলো বাংলার ফুটবল। পানিহাটির নিজের বাড়িতে সকাল ১০টা ৪০ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন সনৎ শেঠ।১৯৪৯ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কলকাতা ময়দানে দাপিয়ে খেলেছেন গোলরক্ষক সনৎ শেঠ। স্টার্ন রেল, এরিয়ান, ইস্টবেঙ্গল, মোহনবাগানের হয়ে তিন কাঠির নিচে দাঁড়িয়ে অজস্র ম্যাচে দলকে নির্ভরতা দিয়েছেন তিনি। খেলেছেন বাংলার হয়ে। জাতীয় দলেও সুযোগ মিলেছিল। ১৯৫৪-র ম্যানিলা এশিয়ান গেমসে ভারতীয় দলে ছিলেন। তবে প্রথম একাদশে সুযোগ মেলেনি। তখনকার দিনে চতুর্দলীয় প্রতিযোগিতায় পরপর দু’বছর ভারতীয় দলে ছিলেন। ১৯৫৫ সালে রাশিয়া সফরেও গিয়েছিলেন এই তারকা গোলরক্ষক।