আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে ‘চড় মারার’ হুমকি প্রাক্তন ছাত্রনেতার

এনএফবি, কলকাতাঃ

নজিরবিহীন ঘটনা। আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে উপাচার্য মহম্মদ আলিকে ঘেরাও করে অকথ্য ভাষায় গালিগালাজ-সহ হুমকি দেওয়ার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা দেখে রীতিমতো চমকে ওঠার মতো। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ফ্রন্ট বাংলা। ছড়িয়ে পড়া ভিডিওতে যে যুবক উপাচার্যকে চড় মারবো বলে হুমকি দিচ্ছে তার নাম গিয়াসউদ্দিন মন্ডল, সে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট হিসাবেই পরিচিত। কিছুদিন আগেই গিয়াসউদ্দিনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন উপাচার্য। উপাচার্য মহম্মদ আলির কাজের মেয়াদ পুনরায় বৃদ্ধি পাচ্ছে একথা জেনেই বহিঃষ্কৃত এই প্রাক্তন ছাত্র নেতা হামলা চালায় বলেই মনে করা হচ্ছে। পুলিশের সাহায্য চেয়ে ফোন করা হলেও পুলিশ আসেনি বলে অভিযোগ মহম্মদ আলির। তবে গিয়াসউদ্দিনকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী বলে মানতে নারাজ সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুরের অভিযোগ, বহিরাগতরা এই ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনা রাজ্যের শিক্ষার পরিবেশ নিয়ে এক গুরুতর প্রশ্ন চিহ্ন তুলে দিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।