এনএফবি, কলকাতা
১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট, ভোট পূর্ব নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট। শ্রমজীবীদের জন্য রাতের আস্তানা, ক্যান্টিন চালু থেকে শুরু করে দূষণ রোধে সিএনজি বাস চালু এবং অ্যাবিউজ টিমের কিয়স্ক চালু-সহ একগুচ্ছ প্রতিশ্রুতির কথা বলা আছে এই ইস্তেহারে।
একই সাথে, ভোটে জিতে বোর্ড গঠন করলে নতুন প্রকল্পের মধ্য দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দেওয়া হয়েছে এই ইস্তেহারে। এক্ষেত্রে ছোট পরিবেশ বান্ধব শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। দূষণরোধে গ্রিন জোন তৈরি ছাড়াও গাছ কাটা পুকুর ভরাট রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একইসাথে রিক্সা ভ্যান চালক, হকারদের বিনামূল্যে লাইসেন্স দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। কলকাতা কর্পোরেশন এলাকার মধ্যে থাকা বেসরকারি হাসপাতালগুলিতে ২০ শতাংশ ফ্রি বেড রাখার কথাও বাম ইস্তেহারে উল্লেখিত হয়েছে।
আসন্ন কলকাতা পৌরসংস্থা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থীদের জয়ী করুন। #Vote4Left #KMCElection2021 pic.twitter.com/SfEy8LqhVU
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) December 4, 2021