এনএফবি, কলকাতাঃ
প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও চিকিৎসক ননী গুহর স্মরণ দিবস উদযাপন। বুধবার সকাল থেকে সল্টলেকে তাঁর প্রতিষ্ঠিত হাসপাতাল প্রাঙ্গণে রক্তদান কর্মসূচীর মধ্য দিয়ে স্বনামধন্য চিকিৎসকের ৩৩তম প্রয়াণ দিবস পালনের সূচনা হয়।
এ দিনের এই রক্তদান কর্মসূচীর সূচনা করেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ বিদ্যুৎ কুমার মল্লিক। উপস্থিত ছিলেন বিধাননগর পুর নিগমের স্থানীয় কাউন্সিলর রঞ্জন পোদ্দার। একইসঙ্গে এ দিন হাসপাতালের দন্ত বিভাগের পক্ষ থেকে সর্বসাধারণের জন্য বিনামূল্যে দাঁত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিকেলে ননী গুহ স্মরণে সভার আয়োজন করা হয়। এ দিনের সভায় উপস্থিত ছিলেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (TIFR)-র ভূতপূর্ব অধ্যাপক ডঃ নবকুমার মন্ডল, প্রাক্তন অ্যাডভকেট জেনারেল শ্রী বিমল চ্যাটার্জী, নিউরো সার্জেন অধ্যাপক ডাঃ মনোজ কুমার ভট্টাচার্য, ক্যান্সার সার্জেন ডাঃ অরুনাভ সেনগুপ্ত এবং কবি শুভ দাশগুপ্ত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দ্য ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যাণ্ড হসপিটাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডঃ ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। এ দিনের স্মরণ অনুষ্ঠান থেকে দ্য ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যাণ্ড হসপিটাল সোসাইটির সাম্মানিক সচিব ডাঃ কিষাণ প্রধান তাঁর বক্তব্যে তুলে ধরেন, চিকিৎসাক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে ডাঃ ননী গুহ প্রতিষ্ঠিত হাসপাতালের দায়িত্ব এবং কর্তব্য পালনের কথা।