এনএফবি, কলকাতাঃ
মোবাইল গেমিংয়ের নামে লোক ঠকানোর ব্যবসায় অভিযুক্ত গার্ডেন রিচের আমির খান কে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে ৷ কদিন আগেই গার্ডেন রিচে তার বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার করেছিল ইডি ৷ ইডির অভিযানের পর থেকে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত আমির ৷ শেষ পর্যন্ত গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হল তাকে ৷
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে জানা গেছে,গার্ডেন রিচ এলাকার ট্রাভেল এজেন্সির মালিক নিসার আহমেদ খানের পুত্র আমির খান ৷কয়েক বছর আগে ‘ই -নাগেটস’ নামে একটি মোবাইল গেমিং অ্যাপ শুরু করেছিল আমির ৷এই অ্যাপের মাধ্যমে জালিয়াতি করে অন্যান্য লোকের টাকা হাতিয়ে নেওয়া হতো ৷ শুরুতে ইউজারদের রিওয়ার্ড পয়েন্ট হিসেবে কমিশন দিত ‘ই-নাগেটস’ ৷ অ্যাপের মাধ্যমে বলা হতো যে ঐ রিওয়ার্ড ওয়ালেটে জমা হচ্ছে ৷পরে ইচ্ছামতো তা তোলা যাবে ৷ এটা আসলে একটা বিশাল বড় ফাঁদ ছিল ৷ বড় কমিশনের আশায় বেশি টাকা ইনভেস্ট করেছিল ইউজাররা ৷ এভাবে প্রচুর লোকের থেকে টাকা আদায়ের পর হঠাৎ একদিন গেমিং অ্যাপ টা বন্ধ করে দেওয়া হয় ৷ সিস্টেম আপগ্রেডের নামে সার্ভার থেকে সব ডেটা মুছে দেওয়া হয় ৷তদন্তকারীরা আরও জানিয়েছেন,আমিরের প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট ছিল এবং সেখানেও কোটি কোটি টাকা জমা রাখা হয়েছিল ৷ প্রায় দেড়শ কোটি টাকার প্রতারণার অভিযোগে আমির খানকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে ৷