ক্রীড়া

ক্যারিবিয়ান দল থেকে বাদ গেইল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

টি২০ বিশ্বকাপ না, ভেবেছিলেন ঘরের মাঠে জামাইকাতে খেলে অবসর নেবেন ক্রিস গেইল। কিন্তু সেই সুযোগ হলনা। কারণ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে ঘরের মাঠে ক্যারিবিয়ান দলেই নেই গেইল। ওয়েস্ট ইন্ডিজের প্রধান রিকি স্কেরিট বলেছেন, “ভক্তদের উপস্থিতিতে গেইলকে বিদায় জানাতে চাই। ওর মতো লেজেন্ডের এই সম্মান প্রাপ্য। কিন্তু এবার তো কোভিড আতঙ্কের জন্য ফাঁকা স্টেডিয়ামে খেলা হবে। তাই এমন পরিস্থিতিতে গেইলকে বিদায় জানানো উচিত হবে না।” ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচ ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পোলার্ডের দল। আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। অন্য দিকে ২৩ জানুয়ারী থেকে শুরু হবে ইংল্যান্ড সিরিজ। দুই দলের লড়াই চলবে ৩১ জানুয়ারী পর্যন্ত।


আমাদের ফলো করুন

খবরটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করুন

নিউজফ্রন্ট বাংলার এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 95936 66485