অর্থনীতি

চলতি অর্থবর্ষ শেষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস

এনএফবি, নিউজ ডেস্কঃ

চলতি অর্থবর্ষে দেশের আর্থিকবৃদ্ধির সম্ভাবনা। শুক্রবার ন্যাশানাল স্ট্যাটিসটিক্স অফিস এই পূর্বাভাস দিয়েছে। জানুয়ারি থেকে শুরু হওয়া শেষ ত্রৈমাসিকে মার্চ পর্যন্ত এই বৃদ্ধির সম্ভাবনা ৯.২ শতাংশ। কৃষি, খনি এবং উৎপাদন শিল্পের এই মাধ্যমেই দেশের এই অর্থনৈতিক বৃদ্ধি হতে পারে বলে ইঙ্গিত। যদিও গত অর্থবর্ষের শেষে দেশের আর্থিক বৃদ্ধি হয়েছিল ৭.৩ শতাংশ।

তবে ন্যাশানাল স্ট্যাটিসটিক্স অফিসের এই পূর্বাভাসের সঙ্গে মিল নেই রিজার্ভ ব্যাংকের পূর্বাভাসের। গত বছরের ডিসেম্বরে আর্থিকনীতি ঘোষণার সময় আরবিআই অর্থবর্ষ শেষে জিডিপি-র হার ৯.৫ শতাংশ দাবি করেছিল। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন একমাসে দেশে সংক্রমণের মাত্রা বেড়েছে। তার প্রভাব পড়তে পারে আর্থিক বৃদ্ধিতে।

দেশের আর্থিক বৃদ্ধির হার নিয়ে রিজার্ভ ব্যাংকের গর্ভনর শক্তিকান্ত দাস সংবাদমাধ্যমকে বলেছিলেন, জিডিপি বৃদ্ধি ৯.৫ শতাংশই থাকছে। ২০২১-২২ অর্থবর্ষের প্রথমার্ধে ১৩.৭ শতাংশ হারে বেড়েছে জিডিপি। এই সময়কালে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া ছাড়া লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রয়েছে বৃদ্ধির হারে। তবে মুদ্রাস্ফীতি একটা চিন্তার জায়গা থাকছে দেশের অর্থনীতির জন্য।