অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
সবধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় অফ স্পিনার হরভজন সিং। এদিন ভাজ্জি টুইট করে বলেন,”মানসিক ভাবে অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছিলাম। তবে সরকারি ঘোষণা এ দিন করলাম। জলন্ধরের একটি গরীব পরিবার থেকে উঠে এসে ভারতীয় দলের হয়ে খেলে টার্বুনেটরের তকমা পাওয়া মোটেও সহজ ছিল না। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে একাধিক ম্যাচ জেতা, জোড়া বিশ্বকাপ জয়, ঘাম ঝরানো ছিল আমার কাছে গর্বের বিষয়। তবে জীবনের পথে এগিয়ে যেতে হলে কিছু কঠিন সিদ্ধান্ত তো নিতেই হয়। এ বার সেই সিদ্ধান্ত নিয়েই ফেললাম। বিদায় জানালাম সব ধরনের প্রতিযোগতা মূলক ক্রিকেটকে।” ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন। ১০৩টি টেস্টে তাঁর ৪১৭টি উইকেট রয়েছে। ২৩৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে হরভজনের উইকেট সংখ্যা ২৬৯। ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন ভাজ্জি। দেশের হয়ে টি২০ বিশ্বকাপ ও ওয়ান ডে বিশ্বকাপ জেতা ছাড়াও গত আইপিএলে কেকেআর, মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস দলের হয়ে আইপিএলও জেতেন ভাজ্জি।