স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনি বন্ধে আশার আলো দেখছে গৃহ শিক্ষকরা

এনএফবি,জলপাইগুড়িঃ

সম্প্রতি স্কুল শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশনি বন্ধের বিষয়ে শিল মোহর দিয়েছে রাজ্য সরকার, যদিও এই নিয়ে দীর্ঘ আন্দোলনও চালিয়ে গিয়েছিলো শিক্ষিত বেকার যুবক যুবতীরা, দেরিতে হলেও অবশেষে কিছুটা আশার আলো দেখছেন কর্মহীন শিক্ষিত যুব সমাজের একটি বড় অংশ।
মঙ্গলবার জলপাইগুড়িতে এমনটাই জানালেন প্রাইভেট টিউটর বিনোদ মিশ্র। তিনি বলেন,” কোন অভিভাবক কার কাছে কি ভাবে তার সন্তানকে পড়াবেন সেটি তাঁদের নিজেস্ব বিষয়। তবে এই ক্ষেত্রে যে সমস্ত শিক্ষিত যুবক যুবতী কাজ করতে চায় বর্তমান নির্দেশিকা তাদের পক্ষে আশাবাঞ্জক।”

বিনোদ মিশ্র, প্রাইভেট টিউটর। নিজস্ব চিত্র

অপরদিকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় এই প্রসঙ্গে জানান,” রাজ্য সরকার সব দিক বিবেচনা করেই নতুন নির্দেশিকা জারি করেছে। এর পরেও যদি কোনো স্কুল শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর অভিযোগ আমাদের কাছে আসে, তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা অবশই গ্রহণ করা হবে।”

লক্ষ্যমোহন রায়, চেয়ারম্যান, ডি পি এস সি। নিজস্ব চিত্র