কতগুলি বই প্রকাশিত হয়েছে- মুখ্যমন্ত্রীকে মঞ্চে মনে করালেন প্রকাশক

এনএফবি, কলকাতাঃ

কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, অরূপ বিশ্বাস সিদ্দিকুল্লা চৌধুরী, সুজিত বোস, বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত, বর্তমান মেয়র কৃষ্ণ চক্রবর্তী এবং গিল্ডের কর্তারা। এছাড়াও বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরা উপস্থিত ছিলেন এদিনের বইমেলায়।

সেদিন বইমেলায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। বইমেলার উদ্বোধনের সময় অবশ্য সামান্য বিপত্তি ঘটে। যে হাতুড়ি দিয়ে উদ্বোধন করছিলেন মমতা সেই হাতুড়ি খুলে যায়। পরে অবশ্য মুখ্যমন্ত্রী হাতুড়ি ঠিক করে ফের উদ্বোধন করেন। অন্যদিকে তিনি ক’টি বই লিখেছেন তিনি মঞ্চে বলার সময়ও খেলেন হোঁচট। পরে অবশ্য প্রকাশকরা মনে করিয়ে দিলে তিনি বলেন ১২৮টি বই ইতিমধ্যে প্রকাশ হয়েছে। আরও বেশ কয়েকটি বই প্রকাশ হবে।

YouTube player

অন্যদিকে এদিন গিল্ড কর্তাদের দিল্লিতে বইমেলা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সেই মেলার খরচ বহন করবে সরকার এবং সেই মেলায় জেলায় সমস্ত প্রকাশকদের স্থান দেওয়া হবে অন্যদিকে কুৎসার অবসান ঘটিয়ে শান্তি ফের আবার কথা বলেন বইমেলার মঞ্চ থেকে। অন্যদিকে বিভিন্ন রাজ্য থেকে বইমেলা দেখতে মানুষ উপস্থিত হয়েছে এটা বইমেলা সাফল্য মনে করিয়ে দেন তিনি।