অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ
তরুণদের নিয়েও সাফল্য মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। এ দিন রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালোরকে ৮ রানে হারালো সিএসকে। পয়েন্ট তালিকায় ৩ নম্বরে আছে মাহির দল। আর দলের এই সাফল্য দেখে উচ্ছসিত সিএসকে অধিনায়ক ধোনি। তরুণদের নিয়ে এই সাফল্যর রহস্য কী! ম্যাচ শেষে মাহি জানালেন, তরুণদের জন্য এটি কঠিন মঞ্চ, বিশেষ করে বছরের এই সময়ে যখন শিশির থাকে। কিন্তু তারা কঠোর পরিশ্রম করছে। ব্রাভো একজন বিশেষজ্ঞ। তার অধীনে বোলাররা আত্মবিশ্বাস অর্জন করবে। এটি একটি দলীয় খেলা। কোচ, বোলিং কোচ এবং সিনিয়র খেলোয়াড়রা তাদের গাইড করে।’
স্টাম্পের পিছন থেকে কীভাবে তিনি সতীর্থদের প্রতিনিয়ত সাহায্য করার চেষ্টা করেন সে সম্পর্কে ধোনি বলেছেন, “আমি উইকেটের পিছনে থেকে মূল্যায়ন করতে থাকি। ফলাফল নিয়ে চিন্তা না করে আমি সবসময় কী করা দরকার তার সঙ্গে জড়িত থাকি।”চিন্নাস্বামীতে এদিন রানের ঝড়। চেন্নাই সুপার কিংসের রানের পাহাড় টপকানোর মরিয়া লড়াই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিন্তু ওস্তাদের মার শেষ রাতে। মহেন্দ্র সিং ধোনির দুটো ক্যাচ এবং নিখুঁত নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠে ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস। শেষমুহূর্ত পর্যন্ত চিন্নস্বামী স্টেডিয়ামে চলল হাড্ডহাড্ডি একটা লড়াই। কিন্তু ক্যাপ্টেন কুল মাঠে থাকলে চেন্নাই সুপার কিংসকে হারানোটা কতটা কঠিন তা ফের একবার বুঝিয়ে দিলেন তিনি। ধোনির বুদ্ধিমত্তাতেই ফের একবার বাজিমাত চেন্নাই সুপার কিংসের।
এদিন ডেভন কনওয়ে, শিবম দুবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে যেমন রানের ফোয়ারা দেখিয়েছিলেন। তেমনই জবাবে ব্যাটিং করতে নেমে নেমে চিন্নাস্বামী স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। ১০ ওভার শেষ হওয়ার আগে এদিন ১০০ রানের গন্ডীও টপকে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু শেষপর্যন্ত মহেন্দ্র সিং ধোনির ক্ষুরধান বুদ্ধির কাছে হারতেই হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ২২৬ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ২১৮ রানেই থামতে হয় আরসিবিকে। ৮ রানে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস।