এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
তৃতীয়পক্ষের হস্তক্ষেপের ফলে ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। আর তার জেরেই এটিকে মোহনবাগানের এএফসি কাপ ইন্টার জোনাল সেমি ফাইনাল খেলা এই মুহূর্তে অনিশ্চিত হয়ে গেল।
এই পরিস্থিতিতে এবার এটিকে মোহনবাগানের পরিবর্ত হিসেবে বাংলাদেশের বসুন্ধরা কিংস সুযোগ পেতে চলেছে ইন্টার জোনাল সেমি ফাইনালে। জানা গিয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই এশিয়ান ফুটবল কনফেডারেশনকে আবেদন জানিয়েছে, যাতে এটিকে মোহনবাগানের পরিবর্তে তাদের যেন সুযোগ দেওয়া হয়।
চলতি এএফসি কাপের গ্রুপ পর্বে এটিকে মোহনবাগানের পরবর্তীস্থানে অর্থাৎ দ্বিতীয়স্থানে শেষ করেছিল বসুন্ধরা। এর ফলে যদি ফিফার ব্যান বজায় থাকে এবং এটিকে মোহনবাগানকে বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে এএফসির নিয়মানুযায়ী বসুন্ধরা খেলার সুযোগ পাবে ইন্টার জোনাল সেমি ফাইনালে। এখন দেখার বিষয় এই যে কত দিন ভারতের ওপর বজায় থাকে ফিফার ব্যান এবং কী সিদ্ধান্ত নেয় এএফসি।আগামী ৭ সেপ্টেম্বর ম্যাচ হওয়ার কথা। ভারতীয় ফুটবলে ফিফার নির্বাসন নিয়ে আদালতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল কেন্দ্র। শুনানি শুরুও হয়েছিল কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে বলেন, নির্বাসন সমস্যা মেটানোর জন্য চেষ্টা করে যাচ্ছে কেন্দ্র। ফিফার প্রতিনিধির সঙ্গে দু-দু’বার কথা বলেছে তারা। আরও আলোচনার প্রয়োজন আছে। সমস্যা মেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খুব তাড়াতাড়ি ভারতীয় ফুটবলের এই সঙ্কট মিটে যাবে এই ব্যাপারে কেন্দ্র খুবই আশাবাদী।
কেন্দ্রের সলিসিটর জেনারেলের বক্তব্য শোনার পরে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শুনানি স্থগিত করে দেয়। সোমবার এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেন বিচারপতিরা। ভারতীয় ফুটবলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে ফিফা। এদিন, শুনানিতে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এআইএফএফের উপর থেকে কী ভাবে নির্বাসন উঠবে? এআইএফএফ নির্বাসিত হওয়ার ফলে ভারতে আসন্ন মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিয়ে সংশয় দেখা দিয়েছে। সলিসিটর জেনারেলের বক্তব্যে আপাতত সন্তুষ্ট বিচারপতিরা। তাঁরা জানিয়েছেন, সমস্যা সমাধানে মনে হচ্ছে কেন্দ্র ঠিক পথেই এগোচ্ছে। তাই কেন্দ্রকে আরও কয়েক দিন সময় দিতে চাইছেন বিচারপতিরা। তাই শুনানি পাঁচ দিন পিছিয়ে ২২ আগস্ট, সোমবার ডাকা হয়েছে।