এনএফবি, পশ্চিম মেদিনীপুর
আমার ভাই যদি ১২ পায়, আমি চ্যালেঞ্জ করছি মন্ত্রীত্ব ছেড়ে দেবো। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের জেলা তৃণমূলের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসসিকে চ্যালেঞ্জ জানালেন রাজ্যের শালবনীর বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। তিনি বলেন, এসএসসি থেকে যে লিস্ট প্রকাশ করা হয়েছে, তা ম্যানুপুলেটেড লিষ্ট বলে আমার ধারনা। তাই আমি দাবি জানাব, ক্যান্ডিডেটদের হার্ডকপি, প্রশ্নপত্র, উত্তরপত্র, ওএমআর সিট ফরেনসিক বিভাগকে যাচাই করা হোক। কারন, এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তা সম্পূর্ন ত্রুটিপূর্ণ বলে মনে হয়।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে ওএমআর সিটে কারচুপির তালিকা প্রকাশ করে এসএসসি, সেই তালিকায় উঠে আসে শালবনীর বিধায়ক মন্ত্রী শ্রীকান্ত মাহাতের ভাই খোকন মাহাতের নাম।