অভিযোগ খতিয়ে দেখতে বেলডাঙ্গা-২ ব্লকে কেন্দ্রীয় প্রতিনিধি দল

এনএফবি, মুর্শিদাবাদঃ

জেলায় একশো দিনের কাজে আর্থিক তছরুপ ও টাকা নয়ছয়, কাজে বেনিয়মের অভিযোগের তদন্তে এবার দুই সদস্যের কেন্দ্রীয় দল।

শনিবার সকালে বহরমপুর থেকে শক্তিপুরে বেলডাঙ্গা-২ বিডিও অফিসে উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

শুক্রবার বিকেলে কলকাতা থেকে সড়ক পথে দুই সদস্যর প্রতিনিধি দল তারা আসে বহরমপুর সার্কিট হাউসে। দুই সদস্যের টিমে আছেন কেন্দ্রীয় প্রতিনিধি মিনাক্ষী হোডা। তারা শনিবার সকালে বহরমপুর সার্কিট হাউস থেকে সোজাসুজি শক্তিপুরে যান।

জেলা প্রশাসন সূত্রের খবর, এই পরিদর্শন জেলায় নয়। শুধুমাত্র বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের একশো দিনের কাজের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করতে এসেছে দল। একাধিক অভিযোগ রয়েছে এই ব্লকে একশো দিনের কাজ নিয়ে। সেই তদন্তেই এসেছেন ন্যাশনাল লেভেল মনিটরস-এর দুই সদস্যের প্রতিনিধি দল। তারা বিডিও সঙ্গে কথা বলছেন পাশাপাশি একাধিক নথিপত্র খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *