আত্মহত্যা রুখতে হোস্টেল থেকে সিলিং ফ্যান খুলে নেওয়ার সিদ্ধান্ত আইআইএসসি-র

এনএফবি, নিউজ ডেস্কঃ

আত্মহত্যা রুখতে হোস্টেল থেকে সিলিং ফ্যান খুলে নেওয়ার সিদ্ধান্ত নিল আইআইএসসি ।

সংবাদ সূত্রে পাওয়া খবরে জানা গেছে, চলতি বছরের মার্চ পর থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স(আইআইএসসি)-র ৪ জন পড়ুয়া হোস্টেলে আত্মহত্যা করায় হোস্টেল থেকে সিলিং ফ্যান খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ জন পড়ুয়ার মধ্যে ৩ জনই সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ৷ তাই হোস্টেলে টেবিল ফ্যান বা দেওয়ালে ঝোলানো ফ্যান লাগানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে ৷

আইআইএসসি-র তরফ থেকে এক ইংরেজি দৈনিক সংবাদপত্রকে জানানো হয়েছে যে , সিলিং ফ্যান খোলার পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য সচেতনতার ওপর ও দৃষ্টিপাত করা হবে ৷ প্রত্যেক পড়ুয়াকে ব্যক্তিগত ভাবে কাউন্সিলিং করার উদ্যোগ নেওয়ার কথাও ইমেল মারফত জানা গেছে৷

বৃহস্পতিবার ডেকান হেরাল্ডের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ক্যাম্পাসে উপস্থিত বেশীরভাগ পড়ুয়া সিলিং ফ্যান খোলার পক্ষেই মতামত প্রদান করে ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক পড়ুয়া জানায়, লকডাউনের সময় অনলাইনে যেহেতু প্র্যাকটিকাল ক্লাস করা যায়না তাই অনেকেই হস্টেলে ফিরে গিয়েছিল কিন্তু ইনস্টিটিউশনের কোভিড প্রোটোকল এতোটাই কঠিন ছিল যে ক্যাম্পাসের মধ্যেও একে অপরের সাথে কথা বলার সুযোগ পেতোনা ৷ যার ফলে অনেক পড়ুয়াকেই একাকিত্ব গ্রাস করেছিল যা কিছুজনের সুস্থ ভাবে বেঁচে থাকার পথে অন্তরায় সৃষ্টি করেছিল ৷