এনএফবি,আলিপুরদুয়ারঃ
বড় সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার পুলিশ, জাতীয় সড়কে পরিবহণ দফতরের আধিকারিকদের নিয়ে নাকা চেকিং শুরু করে বুধবার। ওই রাতেই আসাম থেকে শিলিগুড়ির দিকে যাবার সময় একটি রাজস্থানের নম্বর প্লেট দেওয়া মালবাহী বড় লরিকে তল্লাশির জন্য আটকানো হয়। ওই লরি তল্লাশি করে প্রচুর পরিমাণে সেগুন কাঠ পাওয়া যায়। উদ্ধার হওয়া ৬০০ সিএফটি সেগুন কাঠের কোনো বৈধ কাগজপত্র ছিলনা। জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলেও জানিয়েছেন তিনি।